অস্টিওপেনিয়া কি?
অস্টিওপেনিয়া একটি হাড় ক্ষয় জনিত রোগ। এরোগে হাড়ের ঘনত্ব কমে যায় যার ফলে হাড় স্বাভাবিকের তুলনায় দুর্বল হয়ে যায়।অস্টিওপেনিয়া অস্টিওপরোসিস বাড়িয়ে দেয়।
অস্টিওপেনিয়াও অস্টিওপরোসিস এর মতো উপসর্গহীন।এবং এরোগেও অল্প আঘাতেই হাড় ভেঙে যাওয়ার ঘটনা ঘটে।অস্টিওপেনিয়াকে অস্টিওপরোসিস এর সতর্কবার্তা বলা হয়।
অস্টওপেনিয়ার কারনগুলো কি কি?
১) পারিবারিক ইতিহাস।
২) বিভিন্ন ওষুধ যেমন স্টেরয়েড যার মধ্যে রয়েছে গ্লুকোকর্টিকইড (দীর্ঘমেয়াদী ব্যবহারের সাথে)।
৩) স্থূলতা।
৪) তরুণ মহিলা ক্রীড়াবিদ।
৫) খারাপ খাদ্যাভ্যাস।
৬) বার্ধক্য
৭) যে কোন কারণে ক্যালসিয়াম, এবং ভিটামিন ডি এর ঘাটতি।
৮) অলসতা
ডাঃ মোঃ রিয়াজ মৃধা
হাড়-,ভাঙ্গা, জোড়া, বাত-ব্যথা, পঙ্গু রোগ বিশেষজ্ঞ
অর্থোপেডিক্স ও ট্রমা সার্জন।
যেকোন জটিল অর্থোপেডিক, জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারী ও স্পাইন অপারেশন এ আমরা সব সময়ই রয়েছি আপনার পাশে।
সুস্থ থাকুক, ভালো থাকুক সকল রোগী।